এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে।
এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে।
কোন ভুলেতে হইলাম দোষী...
কোন ভুলেতে হইলাম দোষী প্রেমের অনুরাগে।
কলিজাতে লাগে।
এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে।
হূহূ, আন্ধারেতে জোসনা মেখে চাঁন্দের সনে খেলো..
আমারে তাঁরা দেখাইয়া নিশি রাত ফুরাইলো।
হূহূ, আন্ধারেতে জোসনা মেখে চাঁন্দের সনে খেলো..
আমারে তাঁরা দেখাইয়া নিশি রাত ফুরাইলো।
সুইতাম না আর এমন জ্বালা..
সুইতাম না আর এমন জ্বালা জানতাম যদি আগে..
কলিজাতে লাগে।
এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে।
হূ, তোমার সাথে হইলাম আমি প্রেম রাশিতে বাঁধা
তোমার মনে নাই আর আমি হইলা আনের রাধা
হূ, তোমার সাথে হইলাম আমি প্রেম রাশিতে বাঁধা
তোমার মনে নাই আর আমি হইলা আনের রাধা
হইলাম আমি এমন গাধা..
হইলাম আমি এমন গাধা দুঃখের বোঝা ভাগে।
কলিজাতে লাগে।
এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে।
হূ, তুমি ভালো সুখের জলে ভাইয়া একূল শুকুর..
না জানিয়া প্রেম নবীর স্রেত বাইলাম তরী ভুল
হূ, তুমি ভালো সুখের জলে ভাইয়া একূল শুকুর..
না জানিয়া প্রেম নবীর স্রেত বাইলাম তরী ভুল
কান্দে মাছুম না পাইয়া কুল..
কান্দে মাছুম না পাইয়া কুল কোথাও না চর জাগে।
কলিজাতে লাগে।
এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে।
এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে।
কোন ভুলেতে হইলাম দোষী...
কোন ভুলেতে হইলাম দোষী প্রেমের অনুরাগে।
কলিজাতে লাগে।
এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে।
এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে।
(ধন্যবাদ)