==================
নূর মিউজিক পয়েন্টে আপনাকে অভিনন্দন
সুন্দর সুন্দর গান পেতে নুর মিউজিক পয়েন্টে ঘুরে আসুন
====================
রেডি হন,,,
ছেলেঃজানি,তুমিও ঘুমাতে পারোনি,
আমিও ঘুমাইনি,সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে,
অভিমান করেছিলে আমার সাথে,
মেয়েঃজানি,তুমিও ঘুমাতে পারোনি,
আমিও ঘুমাইনি,সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে,,,,,,
অভিমান করেছিলে আমার সাথে,
ছেলেঃজানি,তুমিও ঘুমাতে পারোনি..
======Follow me======
আপলোড বাই নুর মিউজিক পয়েন্ট
=====================
মেয়েঃএকটু সহজ হতে,ছিলনাতো দোষ,
কি এমন দোষ হত করলে আপোষ,
?
রেডিঃ
ছেলেঃএকটু সহজ হতে,ছিলনাতো দোষ,
কি এমন দোষ হত করলে আপোষ,
মেয়েঃযদি,দুজনে ভূলে যেতাম সব অভিমান,
কি এমন ক্ষতি ছিল বল তাতে,
ছেলেঃজানি,তুমিও ঘুমাতে পারোনি,
আমিও ঘুমাইনি সেদিন রাতে,
সামান্য কি কথা নিয়ে যে,
অভিমান করেছিলে আমার সাথে,
মেয়েঃজানি,তুমিও ঘুমাতে পারোনি..
======Follow me======
আপলোড বাই নুর মিউজিক পয়েন্ট
=====================
ছেলেঃএইতো সেদিন তুমি,হাতে নিয়ে ফুল,
বলেছিলে কোনদিন বোঝনাগো ভূল,
?
রেডি,
মেয়েঃএইতো সেদিন তুমি,হাতে নিয়ে ফুল,
বলেছিলে কোনদিন বোঝনাগো ভূল,
ছেলেঃযদি,দুজনে ফিরে পেতাম সেই মধুক্ষন,
কি এমন ক্ষতি ছিল বল তাতে,
মেয়েঃজানি,তুমিও ঘুমাতে পারোনি,
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে,
অভিমান করেছিলে আমার সাথে,
ছেলেঃজানি,তুমিও ঘুমাতে পারোনি,
আমিও ঘুমাইনি সেদিন রাতে
সামান্য কি কথা নিয়ে যে,
অভিমান করেছিলে আমার সাথে,
জানি,তুমিও ঘুমাতে পারোনি..
=======ধন্যবাদ=======