লিরিক্স: আকাশ মাটির ভুবনে
শিল্পী: আসিফ আকবর
ছবি: তোমাকে খুঁজছি
শিশির=[বিন্দু]=ফ্যামিলি
۩═আপলোড═ইলিয়াস═۩
New Song/Fast StarMaker uploading
The Best Original Music
۩════Start════۩
তোমাকেই খুঁজছি....
তোমাকেই খুঁজছি....
আকাশ মাটির ভুবনে
হাজার লোকের ভিড়ে
সকাল দুপুর বিকেলে
অথয় সাগর তীরে
প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটি প্রহর
চোখেরই নজর দিয়ে সারাটি সহর
তোমাকেই খুঁজছি....
তোমাকেই খুঁজছি....
আকাশ মাটির ভুবনে
হাজার লোকের ভিড়ে
সকাল দুপুর বিকেলে
অথয় সাগর তীরে
প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটি প্রহর
চোখেরই নজর দিয়ে সারাটি সহর
তোমাকেই খুঁজছি....
তোমাকেই খুঁজছি....
۩════Music════۩
আপনাদের সকল ভালোবাসা সম্মান রেখে**
আবারো নতুন গান আপলোড দিলাম**
আশা করি গানটা অনেক ভালো লাগবে আপনাদের*
আপলোড<বাই>ইলিয়াস
۩════Start════۩
একলা হৃদয় নিয়ে বারবার ভাবি
প্রেম তো এখন যেন সময়ের দাবি
═══
একলা হৃদয় নিয়ে বারবার ভাবি
প্রেম তো এখন যেন সময়ের দাবি
দিনগুলো কাটেনা সঙ্গে বিনে
তাইতো ফাগুনের আগুন দিনে
তোমাকেই খুঁজছি....
তোমাকেই খুঁজছি....
۩════Music════۩
প্লিজ কেউ এড়িয়ে যাবেন না
মিউজিকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন*
ফলো: 62142059126
লিরিক্স কমপ্লিট ইলিয়াস
আপলোড_[Music]_ইলিয়াস
۩════Start════۩
চায় কত রূপসী আমারই হতে
একজনই খুঁজে ফিরি আমি পথে পথে
═══
চায় কত রূপসী আমারই হতে
একজনই খুঁজে ফিরি আমি পথে পথে
জীবনের নায়িকা সামনে এলে
বলবো তখনই দুহাত মেলে
তোমাকেই খুঁজছি....
তোমাকেই খুঁজছি....
আকাশ মাটির ভুবনে
হাজার লোকের ভিড়ে
সকাল দুপুর বিকেলে
অথয় সাগর তীরে
প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটি প্রহর
চোখেরই নজর দিয়ে সারাটি সহর
তোমাকেই খুঁজছি....
তোমাকেই খুঁজছি....
۩════Thanks════۩