শিল্পী: আসিফ আকবর
গান চোঁখেরই জলে লেখা
.................
চোঁখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝড়ে পড়ে প্রতিদিনই
তোমারি নামে
চোঁখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝড়ে পড়ে প্রতিদিনই
তোমারি নামে
যেদিন চোঁখের জল
শুকিয়ে যাবে
মনে রেখো সেদিন আমার
মরণ হবে
চোখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝড়ে পড়ে প্রতিদিনই
তোমারি নামে
Follow me
ভুলে যদি যাও তুমি
এই আমাকে
পারবেনা ভুলে যেতে
স্মৃতি গুলোকে
অপেক্ষা করুন
ও ভুলে যদি যাও তুমি
এই আমাকে
পারবেনা ভুলে যেতে
স্মৃতি গুলোকে
সব কিছু এখানেই
জানি পড়ে রবে
ধুঁকে ধুঁকে জীবনটাকে
পাড়ি দিতে হবে
চোখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝড়ে পড়ে প্রতিদিনই
তোমারি নামে
isratjahan123
কষ্টরা জমা হয়
কাঁদে দিনরাত্রি
নিরব রাতের সাথে
আমি একা যাত্রি
অপেক্ষা করুন
হো কষ্টরা জমা হয়
কাঁদে দিনরাত্রি
নিরব রাতের সাথে
আমি একা যাত্রি
আঁধার এখন আমার
বড় ভালো লাগে
মনে হয় কে যেনো
পিছু থেকে ডাকছে
চোখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝড়ে পড়ে প্রতিদিনই
তোমারি নামে
চোখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝড়ে পড়ে প্রতিদিনই
তোমারি নামে
যেদিন চোঁখের জল
শুকিয়ে যাবে
মনে রেখো সেদিন আমার
মরণ হবে
চোখেরই জলে লেখা
কত যে কবিতা
ঝড়ে পড়ে প্রতিদিনই
তোমারি নামে
ধন্যবাদ সবাইকে
Report copyright infringement
Download Sing! by
Available on the Appstore