এ বুকে একটা কষ্টের নদী আছে,
সে নদীতে শুধু স্মৃতির শেওলা ভাসে
এ বুকে একটা কষ্টের নদী আছে,
সে নদীতে শুধু স্মৃতির শেওলা ভাসে
কষ্ট আছে স্মৃতিরা আছে
তুমি কেন নেই পাশে
আমার ভালবাসা মরে গেছে
আমি কি নিয়ে থাকব বেঁচে
একা এই পৃথিবীর মাঝে
একা এই পৃথিবীর মাঝে ।
আপলোড মনির ইফতী
পরাজিত মনটাকে
কি দিয়ে দেব শান্তনা,,
মনে বাসা বেঁধে আছে
না পাওয়ার এত যন্ত্রণা
ও,, পরাজিত মনটাকে
কি দিয়ে দেব শান্তনা,,
মনে বাসা বেঁধে আছে
না পাওয়ার এত যন্ত্রণা
আমার ভালবাসা মরে গেছে
আমি কি নিয়ে থাকব বেঁচে
একা এই পৃথিবীর মাঝে
একা এই পৃথিবীর মাঝে ।
আপলোড মনির ইফতী
ফেলে আসা দিন গুলি
কখনো পিছু ছারবে না
বিষাদের এত জালা
মরনের আগে মিটবে না
ও,, ফেলে আসা দিন গুলি
কখনো পিছু ছারবে না
বিষাদের এত জালা
মরনের আগে মিটবে না
আমার ভালবাসা মরে গেছে
আমি কি নিয়ে থাকব বেঁচে
একা এই পৃথিবীর মাঝে
একা এই পৃথিবীর মাঝে ।
এ বুকে একটা কষ্টের নদী আছে,
সে নদীতে শুধু স্মৃতির শেওলা ভাসে
কষ্ট আছে স্মৃতিরা আছে
তুমি কেন নেই পাশে
আমার ভালবাসা মরে গেছে
আমি কি নিয়ে থাকব বেঁচে
একা এই পৃথিবীর মাঝে
একা এই পৃথিবীর মাঝে ।
এ বুকে একটা কষ্টের নদী আছে,
সে নদীতে শুধু স্মৃতির শেওলা ভাসে
¥¥¥¥¥ ধন্যবাদ ¥¥¥¥