menu-iconlogo
huatong
huatong
avatar

তোমারি কারনে আজ আমি দিশেহারা

আসিফhuatong
_Emon_RBhuatong
Lyrics
Recordings
গান: তোমারি কারনে আজ

আমি দিশেহারা

শিল্পী: আসিফ আকবর

Choice By. My Dear Bro.

From-Rock-Band-Group

=====?=====

তোমারি কারনে আজ আমি দিশেহারা

তোমারি বিরহে নিভে গেছে সব তারা

তোমারি কারনে আজ আমি দিশেহারা

তোমারি বিরহে নিভে গেছে সব তারা

তুমি নেই তুমি নেই জীবন আঁধার

তুমি নেই কিছু নেই এই তো আমার

তুমি নেই তুমি নেই জীবন আঁধার

তুমি নেই কিছু নেই এই তো আমার

তোমারি কারনে আজ আমি দিশেহারা

তোমারি বিরহে নিভে গেছে সব তারা,,,

Choice By. My Dear Bro.

From-Rock-Band-Group

=====?=====

আকাশের মতো ছিল ভালবাসা সীমাহীন

আমাকে বোঝোনি কখনো কোন দিন,

ও,,আকাশের মতো ছিল ভালবাসা সীমাহীন

আমাকে বোঝোনি কখনো কোন দিন

তুমি নেই তুমি নেই জীবন আঁধার

তুমি নেই কিছু নেই এই তো আমার

তুমি নেই তুমি নেই জীবন আঁধার

তুমি নেই কিছু নেই এই তো আমার

তোমারি কারনে আজ আমি দিশেহারা

তোমারি বিরহে নিভে গেছে সব তারা,,,

Choice By. My Dear Bro.

From-Rock-Band-Group

=====?=====

মৌনতা ছুঁয়ে আছে শুধু এই ভাঙা মন

চেয়ে তুমি দেখনি, হৃদয়ে কি ভাঙন,

ও,,মৌনতা ছুয়ে আছে শুধু এই ভাঙা মন

চেয়ে তুমি দেখনি, হৃদয়ে কি ভাঙন

তুমি নেই তুমি নেই জীবন আঁধার

তুমি নেই কিছু নেই এই তো আমার

তুমি নেই তুমি নেই জীবন আঁধার

তুমি নেই কিছু নেই এই তো আমার

তোমারি কারনে আজ আমি দিশেহারা

তোমারি বিরহে নিভে গেছে সব তারা

তোমারি কারনে আজ আমি দিশেহারা

তোমারি বিরহে নিভে গেছে সব তারা

তুমি নেই তুমি নেই জীবন আঁধার

তুমি নেই কিছু নেই এই তো আমার

তুমি নেই তুমি নেই জীবন আঁধার

তুমি নেই কিছু নেই এই তো আমার

তোমারি কারনে আজ আমি দিশেহারা

তোমারি বিরহে নিভে গেছে সব তারা,,,

? ধন্যবাদ সবাইকে ?

More From আসিফ

See alllogo

You May Like