[শিল্পী ইমন খান]
>>>> <<<<<
কষ্ট রাখি মনের মাঝে
সুখ যে ধরা দেয় না
এমন ভাবে এই রাখলা আমায়
ছেড়ে যাইতে পারিনা
কষ্ট রাখি মনের মাঝে
সুখ যে ধরা দেয় না
এমন ভাবে এই রাখলা আমায়
ছেড়ে যাইতে পারিনা
একটাই মনে
দুইজন মানিক হয় না হয় না
মিথ্যে প্রেমের খেলা থেকে
মুক্তি আমায় দাও না
মিথ্যে প্রেমের খেলা থেকে
মুক্তি আমায় দাও না
>>>> <<<<<
কত যত্নে তোমায় বন্ধু
রাখছি এই পিঞ্জিরায়
পিঞ্জিরাটা ভাইঙ্গা তুমি
নিঃস্ব কইরো না আমায়
>>>> <<<<<
কত যত্নে তোমায় বন্ধু
রাখছি এই পিঞ্জিরায়
পিঞ্জিরাটা ভাইঙ্গা তুমি
নিঃস্ব কইরো না আমায়
একটাই মনে
দুইজন মালিক হয় না হয় না
মিথ্যে প্রেমের খেলা থেকে
মুক্তি আমায় দাও না
মিথ্যে প্রেমের খেলা থেকে
মুক্তি আমায় দাও না
>>>> <<<<
জাতকুল মান সব হারাইলাম
তোমায় ভালোবাইসা…
তবু তোমার মন পাইলাম না
ভাঙলো মনের আশা…
>>>> <<<<
জাতকুল মান সব হারাইলাম
তোমায় ভালোবাইসা…
তবু তোমার মন পাইলাম না
ভাঙলো মনের আশা…
একটাই মনে
দুইজন মালিক হয় না হয় না
মিথ্যে প্রেমের খেলা থেকে
মুক্তি আমায় দাও না
মিথ্যে প্রেমের খেলা থেকে
মুক্তি আমায় দাও না
>>>> <<<<<
>>>> <<<<<
[ধন্যবাদ সবাইকে]