সবার বন্ধু
চিঠি লিখে
সবার বন্ধু চিঠি লিখে রঙ্গিলা খামে,
আমার বন্ধু রইছে বুঝি অচেনা গ্রামে।
YT M I Khan Media
Follow Okul-Diriya
সবার বন্ধু চিঠি লিখে রঙ্গিলা খামে,
আমার বন্ধু রইছে বুঝি,অচেনা গ্রামে।
আমি চোখের জোলে বুক ভাসাই
কেনো বন্ধুর খবর নাই।
দেখা পাবো যে কখন?
আসেনা দরদী মন
একেলা কাটে জীবন,
আসেনা দরদী মন
একেলা কাটে জীবন।।
(আবার দেখা হবে)?