menu-iconlogo
huatong
huatong
avatar

মায়াবী - MAYABI

ইমরান ও কোনালhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Lyrics
Recordings
মেয়েঃ আ আ আ আ আ আ আ

আ আ আ আ আ আ আ

===============

ছেলেঃ বল কি করে হলো রে এমন

সব ব্যথা তুই ছুলে সেরেছে

বল কি করে আজকে কেমন

সব কথা তোর কাছে বলেছে

চাইছি না চাইবো না তুই ছাড়া কিছু আর

মায়াবী মায়াবী চোখে তোর ডুবেছি

মায়াবী হও মায়াবী প্রেমে তোর মরেছি

মেয়েঃ আ আ আ আ আ আ আ

আ আ আ আ আ আ আ

ছেলেঃ অগোছালো আমার এই জীবনটা

দিয়ে যা, যানা তুই গুছিয়ে

ছাড়বো সব তোরি এক ইশারায়

পারব না থাকতে তোর না হয়ে

হো কবে তুই আমার হবি

আমাকে নিয়ে নিবি জোর করে

জোর করে বলনা আমায়

মায়াবী মায়াবী চোখে তোর ডুবেছি

মায়াবী হও মায়াবী প্রেমে তোর মরেছি

মেয়েঃ হয়েছি আমি তোর যে কখন

পরেনা পরেনা রে মনে

ঢেউ হয়ে তোর চোখের সাহারায়

চাইবো এ তোর প্রাণের গোপনে

হো কবে তুই আমার হবি

আমাকে নিয়ে নিবি জোর করে

তোর করে বলনা আমায়

ছেলেঃ মায়াবী মায়াবী

মেয়েঃ চোখে তোর ডুবেছি

ছেলেঃ মায়াবী হও মায়াবী

মেয়েঃ প্রেমে তোর মজেছি

====ধন্যবাদ====

More From ইমরান ও কোনাল

See alllogo

You May Like

মায়াবী - MAYABI by ইমরান ও কোনাল - Lyrics & Covers