menu-iconlogo
huatong
huatong
avatar

যেদিন রোজ হাশরে Jedin Roj Hasore Korte

ইসলামিক গজল বাংলা গজলhuatong
jackimo1huatong
Lyrics
Recordings
যেদিন রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী

সেদিন তোমার দীদার আমি পাব কি আল্লাজী

সেদিন তোমার দীদার আমি পাব কি আল্লাজী..

রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী..

সেদিন তোমার দীদার আমি পাব কি আল্লাজী

সেদিন তোমার দীদার আমি পাব কি আল্লাজী..

সেদিন নাকি তোমার,ভীষোন কাহহার রূপ দেখে

পীর পয়গম্বর.কাঁদবে ভয়ে'ইয়া নাফসি'ডেকে

সেই সুদিনের.. আশায় আমি নাচি এখন থেকে।

আমি তোমায় দেখে,হাজারও বার

দোজখ যেতে রাজী

আল্লাহ্ তোমায় দেখে,হাজারও বার

দোজখ যেতে রাজী

রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী।

সেদিন তোমার দীদার আমি পাব কি আল্লাজী

রোজ হাশরে

যে রূপে হোক,বারেক যদি..দেখে তোমায় কেহ..

যে রূপে হোক,বারেক যদি..দেখে তোমায় কেহ..

দোজখ কি আর..ছুঁতে পারে

দোজখ কি আর..ছুঁতে পারে, পবিত্র তার দেহ।

সে হোক না কেন হাজার পাপী

হোক না বে নামাজী।

সে হোক না কেন হাজার পাপী

হোক না বে নামাজী..

রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী

সেদিন তোমার দীদার আমি পাব কি আল্লাজী

রোজ হাশরে

ইয়া আল্লাহ, তোমার দয়া কত...

তাই দেখাবে ব'লে...

রোজ হাশরে..দেখা দেবে..বিচার করার ছলে।

ইয়া আল্লাহ, তোমার দয়া কত...

তাই দেখাবে ব'লে...

রোজ হাশরে ..দেখা দেবে..বিচার করার ছলে।

প্রেমিক বিনে কে বুঝিবে,

প্রেমিক বিনে কে বুঝিবে

তোমার এ কারসাজী।

যেদিন রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী

সেদিন তোমার দীদার আমি পাব কি আল্লাজী

রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী

সেদিন তোমার দীদার আমি পাব কি আল্লাজী..

রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী..

সেদিন তোমার দীদার আমি পাব কি আল্লাজী..

রোজ হাশরে...

ধন্যবাদ

More From ইসলামিক গজল বাংলা গজল

See alllogo

You May Like