menu-iconlogo
huatong
huatong
avatar

আঁধার রাতের চাঁদ যে তুমি

ইসলামী সংগীতhuatong
viamirolahuatong
Lyrics
Recordings
আধার রাতের চাঁদ যে তুমি

upload mk Ridoy SSBV

Choice singer kowsar SSBV

আধার রাতের চাঁদ যে তুমি

তুমি ভোরের আলো

তোমায় যখন দেখি আমার

মন হয়ে যায় ভালো

আধার রাতের চাঁদ যে তুমি

তুমি ভোরের আলো

তোমায় যখন দেখি আমার

মন হয়ে যায় ভালো

ওগো মা...ওগো মা...ওগো মা....ওগো মা...

জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন

আদর করে ডাকো যখন ওরে খোকা শোন

জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন

আদর করে ডাকো যখন ওরে খোকা শোন

বলো যদি ছাড়বো সবি তোমায় ছাড়বো না

আর কার কোলেতে মাগো এপ্রান জোরায় না

ওগো মা...ওগো মা...ওগো মা....ওগো মা...

তোমার মত এত আদর কেউতো করে না

সবার থেকেও প্রিয়ো তুমি তুমি আমার মা

তোমার মত এত আদর কেউতো করে না

সবার থেকেও প্রিয়ো তুমি তুমি আমার মা

চলে যদি যাও কখনো রেখে যেওনা

মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না

ওগো মা...ওগো মা...ওগো মা....ওগো মা...

আধার রাতের চাঁদ যে তুমি

তুমি ভোরের আলো

তোমায় যখন দেখি আমার

মন হয়ে যায় ভালো

আধার রাতের চাঁদ যে তুমি

তুমি ভোরের আলো

তোমায় যখন দেখি আমার

মন হয়ে যায় ভালো

ওগো মা...ওগো মা...ওগো মা....ওগো মা...

,,আল্লাহ হাফেজ

সবাই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন

এবং সেভ করার পর অবশ্যই লাইক দিবেন

More From ইসলামী সংগীত

See alllogo

You May Like

আঁধার রাতের চাঁদ যে তুমি by ইসলামী সংগীত - Lyrics & Covers