ছেলেঃ বুকে বান্দিয়া, যতন করিয়া
ভালোবাসবো তোমায় বন্ধুয়া--
জনম জনম ধরিয়া--
মনের মত করিয়া---
মেয়েঃ বুকে বান্দিয়া, ও যতন করিয়া
ভালোবাসবো তোমায় বন্ধুয়া--
জনম জনম ধরিয়া--
মনের মত করিয়া---
ছেলেঃ সহেনা মনে, কোন যাতনা
কাছে যখন থাকো না
মেয়েঃ পথ চাহিয়া, দিনো রজনী
থাকিবে তোমার সজনী
ছেলেঃ তুমি বিহনে, বাঁচি কেমনে
থাকো থাকো প্রাণে মিশিয়া--
জনম জনম ধরিয়া
মনের মত করিয়া
মেয়েঃ বুকে বান্দিয়া, ও যতন করিয়া
ভালোবাসবো তোমায় বন্ধুয়া--
জনম জনম ধরিয়া--
মনের মত করিয়া---
শ্রাবনেরো দিন কাটে একেলা
চাই তোমারে সারা বেলা
ছেলেঃ সুখেরো লাগি, তোমারও সনে
ডাকিও আমায় গোপনে
মেয়েঃ নিশি জাগিয়া, তোমারও প্রিয়া
যাবে তোমায় স্বপন দেখিয়া--
জনম জনম ধরিয়া--
মনের মত করিয়া---
ছেলেঃ বুকে বান্দিয়া, যতন করিয়া
ভালোবাসবো তোমায় বন্ধুয়া--
জনম জনম ধরিয়া--
মনের মত করিয়া---
মেয়েঃ বুকে বান্দিয়া, ও যতন করিয়া
ভালোবাসবো তোমায় বন্ধুয়া--
জনম জনম ধরিয়া--
মনের মত করিয়া---
====ধন্যবাদ====