দুনিয়া টা উলটা পালটা চলছে...
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।
Part 1: Male
Part 2: Female
আমার Songbook এ
আপনাকে স্বাগতম।
দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
এ চোখে নেশা নেশা জাগছে...
দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
এ চোখে নেশা নেশা জাগছে...
দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
কপি করা থেকে বিরত থাকুন,
পরিবেশ সুন্দর রাখুন।
যদি ভালো লাগে লাইক দিয়েন!
প্লিজ কেউ আনলাইক দিয়েন না।
দিনের বেলায় চন্দ্র দেখি,
আরে এই...
দিনের বেলায় চন্দ্র দেখি
আসমানেতে উঠে
বাগান ছেড়ে ফুল দেখো
পথের মাজে ফোটে
নৌকা চলে হাওয়ায় দোলে
যা বাবা...
নৌকা চলে হাওয়ায় দোলে
ঠেলা গাড়ি চড়ে
তেমনি আবার ঠেলা দেখো
নৌকারই উপরে
ঘড়ির কাঁটার মত
ঘর বাড়ি দুলছে
এ... দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
কি বলিস..?
দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
আরও জনপ্রিয় সব গান পেতে
আমার Songbook এ ক্লিক করুন।
Follow দিয়ে সাথেই থাকুন,
লাইক কমেন্টস শেয়ার করুন।
এখন যে আর নইতো দুজন
এখন যে আর নইতো দুজন
কচি ছোরা ছুরি
চুল পাকিয়া দাত পরিয়া
হলাম বুড়ো বুড়ি
ইচ্ছে করে দিন দুপুরে হু..হু..
ইচ্ছে করে দিন দুপুরে
কানামাছি খেলি
চোখ বাধিয়া খুঁজে খুঁজে
তোমায় ধরে ফেলি
আমার পাগল মন কত কথা বলছে
হুম...দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
এ চোখে নেশা নেশা জাগছে...
দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে
দুনিয়া টা উলটা পালটা চলছে
সবকিছু কেমন কেমন লাগছে।
'ধন্যবাদ সবাইকে'