menu-iconlogo
huatong
huatong
avatar

*তুমি আমার কত চেনা সে কি জানো না

এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন/দোলনাhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Lyrics
Recordings
মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

==========

তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা

ছেলেঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা

মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

-=আপলোড বাই মজিবুর=-

ছেলেঃ ভালোবাসা কারে যে বলে

ভালোবেসে তুমি শেখালে

এত কাছে এলে গো যেন

হৃদয়ে লুকিয়ে গেলে

============

মেয়েঃ ভালোবাসা কারে যে বলে

ভালোবেসে তুমি বোঝালে

এত কাছে এলে গো যেন

হৃদয়ে লুকিয়ে গেলে

ছেলেঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

-=আপলোড বাই মজিবুর=-

আমি শুধু তোমাকে পেতে

এসেছি গো এই জগতে

বেঁধে নেবো ভাগ্য আমার

বন্ধু, তোমারই সাথে

=============

ছেলেঃ আমি শুধু তোমারই হতে

এসেছি গো এই জগতে

বেঁধে নেবো ভাগ্য আমার

বন্ধু, তোমারই সাথে

মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

ছেলেঃ এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা

মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

ছেলেঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?

====ধন্যবাদ====

More From এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন/দোলনা

See alllogo

You May Like