মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
==========
তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা
ছেলেঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা
মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
-=আপলোড বাই মজিবুর=-
ছেলেঃ ভালোবাসা কারে যে বলে
ভালোবেসে তুমি শেখালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে
============
মেয়েঃ ভালোবাসা কারে যে বলে
ভালোবেসে তুমি বোঝালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে
ছেলেঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
-=আপলোড বাই মজিবুর=-
আমি শুধু তোমাকে পেতে
এসেছি গো এই জগতে
বেঁধে নেবো ভাগ্য আমার
বন্ধু, তোমারই সাথে
=============
ছেলেঃ আমি শুধু তোমারই হতে
এসেছি গো এই জগতে
বেঁধে নেবো ভাগ্য আমার
বন্ধু, তোমারই সাথে
মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
ছেলেঃ এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা
মেয়েঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
ছেলেঃ তুমি আমার কত চেনা, সে কি জানো না ?
====ধন্যবাদ====