মেয়েঃ আমি দূরে চলে গেলে
একা একা করবে কি
আমি দূরে চলে গেলে
একা একা করবে কি
ছেলেঃ মরে যাব আমি যে...
যদিনা তোমায় দেখি
আমি দূরে চলে গেলে
একা একা থাকবে কি
মেয়েঃ তুমি ছাড়া আমারি,,,
বেঁচে থেকে লাভ কি
ছেলেঃ আমি দূরে চলে গেলে
একা একা থাকবে কি,,
থাকবে কি
-==চয়েজঃ রনিশা==-
মেয়েঃ অঙ্গে যখন জাগে কাঁপন
কাছে পেতে চাই তোমাকে তখন
===============
ছেলেঃ লজ্জা তোমার লুকাবে কোথায়
হৃদয়ে হৃদয় যদি মিশে যায়
মেয়েঃ বাতাসে উড়ে আঁচল
হয়েছি আমি পাগল
বলো না কি করে থাকি
ছেলেঃ আমি দূরে চলে গেলে
একা একা থাকবে কি
থাকবে কি
-==আপলোডঃ মজিবুর==-
না মানি বাঁধা না মানি বারন
বুকে নিতে চাই তোমাকে এখন
===============
মেয়েঃ নিঠুর তোমার শিকারি নয়ন
করেছে ঘায়েল কুমারী জীবন
ছেলেঃ বাহিরে এলো ফাগুন
ভিতরে জলে আগুন
কি করে নিজেকে রাখি
মেয়েঃ আমি দূরে চলে গেলে
একা একা করবে কি
ছেলেঃ মরে যাব আমি যে...
যদি না তোমায় দেখি
আমি দূরে চলে গেলে
একা একা থাকবে কি
মেয়েঃ তুমি ছাড়া আমারি,,,
বেঁচে থেকে লাভ কি
====ধন্যবাদ====