ছেলেঃ তুমি চাদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাদের জোছনা নও
ফুলের উপমা নও
নও কোন পাহারি ঝর্না
আয়না.......
তুমি হৃদয়ের আয়না
মেয়েঃ তুমি সাগর নীলিমা নও,
তুমি মেঘের বরষা নও,
তুমি সাগর নীলিমা নও-
মেঘের বরষা নও
তুমি শুধু আমারি গয়না
আয়না........
আমি হৃদয়ের আয়না
-==আপলোডঃ মজিবুর==-
কবির লেখা যতো কবিতা
শিল্পীর আকা যতো ছবি
তোমার তুমির কাছে
হার মেনে যায় যেন সবিই
==============
ছেলেঃ সাঝের বেলা রাঙা গোধূলি
বর্ষা কালের ভরা নদী
তোমার রুপের কাছে
হার মেনে যায় যেন সবি
মেয়েঃ তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও,
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারি গয়না
আয়না.........
আমি হৃদয়ের আয়না
-==আপলোডঃ মজিবুর==-
ছেলেঃ বাবুই পাখির সাজানো বাসা
ময়না পাখির কথা গুলো
তোমার গুনের কাছে
সব কিছু হার মেনে গেলো
==============
মেয়েঃ ভালোবাসার রুপালী তারা
সুর্যের মাঝে যতো আলো
তোমার প্রেমের কাছে
সব কিছু হার মেনে গেলো
ছেলেঃ তুমি চাদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাদের জোছনা নও
ফুলের উপমা নও
নও কোন পাহাড়ি ঝর্না
আয়না........
তুমি হৃদয়ের আয়না
==============
মেয়েঃ তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারি গয়না
আয়না........
আমি হৃদয়ের আয়না
ছেলেঃ তুমি হৃদয়ের আয়না
মেয়েঃ আমি হৃদয়ের আয়না
====ধন্যবাদ====