menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার চোখ কাজল কালো

কনকচাঁপা ও এন্ড্রো কিশোরhuatong
ᴿ᭄𝐀𝐑_𝐑𝐈𝐏𝐎𝐍✵🅡︎Ⓜ️🅟︎࿐🇧🇩huatong
Lyrics
Recordings
[F] আহা~হা~~আহা~আ~

আ আ~আ~আ~আ~

ও~হো হো~হো~~

-=চয়েজ:- রিয়া [RMP]=-

[M] তোমার চোখ কাজল কালো

তোমার অঙ্গে রূপের আলো~

তোমায় লাগছে এতো ভালো

আমার চোখ ফেরানো দায়~

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়~

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়~~

[F] আমার চোখ কাজল কালো

আমার অঙ্গে রূপের আলো~

তুমি বলছো আরো বলো

আমার শুনতে যে মন চায়~

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়~~

-=শিল্পী:- কনকচাঁপা ও এন্ড্রো কিশোর=-

-=ফেমেলি:- SRF & RMP=-

-=আপলোড:- এ আর রিপন=-

-==অপেক্ষা করুন==-

[M] ঘুম ভাঙ্গিবে তোমায় চেয়ে চেয়ে

কাজে যাবো তোমার আদর পেয়ে~

ফিরবো ঘরে তোমার জন্যে

ভালোবাসা নিয়ে~~

================

[F] রাখবো খোপা ফুল দিয়ে বেধে

সময় যাবে তোমারি গান সেধে~

মজার মজার খাবার রাখবো

তোমার জন্যে রেধে~

চিরো জীবন~~

চিরো জীবন ঠাই দিয়ো

তোমার দুটি পায়~

[M] যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়~

[F] যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়~~

-=চয়েজ:- রিয়া [RMP]=-

-=আপলোড:- এ আর রিপন=-

-==অপেক্ষা করুন==-

[F] হাত দুটি ধরে তোমার হাতে

দিনেরাতে রেখো তোমার সাথে~

গয়না শাড়ি চাইবো না গো

সুখী নুনী ভাতে~~

===============

[M] ভাগ্যবানে পায়রে এমন বধু

তোমার কথা মধুর চেয়ে মধু~

জানিনা তো হঠাৎ কখন

করলে এমন জাদু

একি সুর~~

একি সুর তুমি আমি, প্রাণের একতারা

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়~

[F] যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়~

[M] তোমার চোখ কাজল কালো

তোমার অঙ্গে রূপের আলো~

তোমায় লাগছে এতো ভালো

আমার চোখ ফেরানো দায়~

যদি বউ সাজো গো~

বুকে জড়াবো তোমায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়~

[F] আমার চোখ কাজল কালো

আমার অঙ্গে রূপের আলো~

তুমি বলছ আরো বলো

আমার শুনতে যে মন চায়~

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

যদি বউ সাজি গো~

বুকে রেখো গো আমায়~~

====ধন্যবাদ====

More From কনকচাঁপা ও এন্ড্রো কিশোর

See alllogo

You May Like