আমার ভালোবাসার সকল দুয়ার
বন্ধ হয়ে গেলাে
স্বপ্ন দেখার দুটি নয়ন অন্ধ হয়ে গেলাে
আমার ভালোবাসার সকল দুয়ার
বন্ধ হয়ে গেলাে
স্বপ্ন দেখার দুটি নয়ন অন্ধ হয়ে গেলাে
আমার ভালোবাসার সকল দুয়ার...
ইচ্ছেগুলাে মরে গেছে মরেনি তাে মন
বুকের মাঝে মুখের কথা কাঁদে সারাক্ষন
ও... ইচ্ছেগুলাে মরে গেছে মরেনি তাে মন
বুকের মাঝে মুখের কথা কাঁদে সারাক্ষন
হায়রে ভূলে ভরা এ ভূবনে
আমারও কিছু ভূল হয়তাে ছিলাে
আমার ভালোবাসার সকল দুয়ার
বন্ধ হয়ে গেলাে
স্বপ্ন দেখার দুটি নয়ন অন্ধ হয়ে গেলাে
আমার ভালোবাসার সকল দুয়ার...
ভালোবাসার গন্ধ নিয়ে ফুটেনি তাে ফুল
প্রেমের চিঠি পেলোনা তাে অশ্রু নদীর কূল
ও... ভালোবাসার গন্ধ নিয়ে ফুটেনি তাে ফুল
প্রেমের চিঠি পেলোনা তাে অশ্রু নদীর কূল
হায়রে দুঃখের মেঘে মনের আকাশ
বৃষ্টি হয়ে ঝরেনা তাে আঁধারি ঘর আলাে
আমার ভালোবাসার সকল দুয়ার
বন্ধ হয়ে গেলাে
স্বপ্ন দেখার দুটি নয়ন অন্ধ হয়ে গেলাে
আমার ভালোবাসার সকল দুয়ার
বন্ধ হয়ে গেলাে
স্বপ্ন দেখার দুটি নয়ন অন্ধ হয়ে গেলাে
আমার ভালোবাসার সকল দুয়ার...।