menu-iconlogo
huatong
huatong
avatar

জীবনে আমার আরো আছে গান/Jebone amar aro ache gan

কুমার শানু/kumar shanuhuatong
Chandra-Sekhar.🅹🆂🅶huatong
Lyrics
Recordings
আপলোড-চন্দ্র শেখর মোদক

Room ID-12054123

জীবনে আমার আরো আছে গান

জীবনে আমার আরো আছে গান

আরো বহু সুর আছে বাকী

এখনই এমন ভালো বেসনা আমায়

জীবনে আমার আরো আছে গান

জীবনে আমার আরো আছে গান

আরো বহু সুর আছে বাকী

এখনই এমন ভালো বেসনা আমায়

জীবনে আমার আরো আছে গান

জীবনে আমার আরো আছে গান

Upload-Chandra sekhar Modak

Nabagram-Purba Bardhaman

Room-12054123

চাও গো আমাকে যদি ফুল দিতে

একটি গোলাপ শুধু আমি পারি নিতে

চাও গো আমাকে যদি ফুল দিতে

একটি গোলাপ শুধু আমি পারি নিতে

দিওনা বাগান ভরা ফুলেরই বাহার

দিওনা এমন মালা এত উপহার

এখনই এমন ভালো বেসনা আমায়

জীবনে আমার আরো আছে গান

জীবনে আমার আরো আছে গান

আপলোড-চন্দ্র শেখর মোদক

নবগ্রাম-পূর্ব বর্ধমান

Room-12054123

আরো যে সুদূরে দিতে হবে পাড়ি

দাওনা আমাকে প্রেরণা গো তারই

আরো যে সুদূরে দিতে হবে পাড়ি

দাওনা আমাকে প্রেরণা গো তারই

সেই শুভ আশা দাও হৃদয় ভরে

শিল্পীর স্বপ্ন যা সত্যি করে

এখনই এমন ভালো বেসনা আমায়

জীবনে আমার আরো আছে গান

জীবনে আমার আরো আছে গান

আরো বহু সুর আছে বাকী

এখনই এমন ভালো বেসনা আমায়

জীবনে আমার আরো আছে গান

জীবনে আমার আরো আছে গান।

///সমাপ্ত///

More From কুমার শানু/kumar shanu

See alllogo

You May Like

জীবনে আমার আরো আছে গান/Jebone amar aro ache gan by কুমার শানু/kumar shanu - Lyrics & Covers