menu-iconlogo
huatong
huatong
avatar

একটা চিঠি দিলাম লিখে || কুসুম (লহরী)-এর সঙ্গে || সুরজিৎ পাল ||

কুমার শানু ও অলকা ইয়াগনিকhuatong
༺᳀Singer_Surajit᳀༻huatong
Lyrics
Recordings
ছায়াছবি ~ মন মানে না

কথা ~ পুলক বন্দ্যোপাধ্যায়

মূল শিল্পী ~ কুমার শানু ও অলকা ইয়াগনিক

সঙ্গীত ~ বাবুল বোস

(কুসুম) একটা চিঠি দিলাম লিখে.

মনের কথা. আজ তোমাকে.

দেখো যেন কেউ দেখেনা.

মন মানে না, আমার মন মানে না.

মন মানে না, আমার মন মানে না.

(সহশিল্পী) একটা চিঠি দিলাম লিখে.

মনের কথা. আজ তোমাকে.

দেখো যেন কেউ দেখে না..

মন মানে না, আমার মন মানে না.

মন মানে না, আমার মন মানে না..

আপলোডার ~ সুরজিৎ পাল

অনুসরণ ~ Singer_Surajit (লহরী)

(কুসুম) বুঝে নিও তুমি আজ কি কারণে

মন মানে না, কেন কোনো মানা

(সহশিল্পী) ও. কখন পুরানো কোন খাঁচা ছেড়ে.

কোন আকাশে মেলে খুশির ডানা.

(কুসুম) সীমানা কেন সে রাখে না.

(সহশিল্পী) হা. অচেনা দূর’কে হয় চেনা.

(কুসুম) একটা চিঠি দিলাম লিখে.

মনের কথা. আজ তোমাকে.

দেখো যেন কেউ দেখেনা.

মন মানে না, আমার মন মানে না.

মন মানে না, আমার মন মানে না..

আপলোডার ~ সুরজিৎ পাল

অনুসরণ ~ Singer_Surajit (লহরী)

(সহশিল্পী) চিঠি পড়ে যেন দিওনা ফেলে

তুলে রেখো তোমার ভালোবাসা..

(কুসুম) যখন খুশি তা পড়ে নিও আবার

তোমার মনেরই আলো আশা.

(সহশিল্পী) এ চিঠি আর তো পাবে না.

(কুসুম) কখনও হারিয়ে যাবে না

(সহশিল্পী) একটা চিঠি দিলাম লিখে

(কুসুম) মনের কথা. আজ তোমাকে.

(একসঙ্গে) দেখো যেন কেউ দেখে না

মন মানে না, আমার মন মানে না.

মন মানে না, আমার মন মানে না..

More From কুমার শানু ও অলকা ইয়াগনিক

See alllogo

You May Like