menu-iconlogo
huatong
huatong
avatar

*আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়

খুরশিদ আলম/মিন্টু আমার নামhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Lyrics
Recordings
আজকে না হয় ভালোবাসো

আর কোনোদিন নয়

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোনোদিন নয়

ঐ প্রেমের দরজা খোলো না

কাল কি হবে জানি না

ঐ প্রেমের দরজা খোলো না

কাল কি হবে জানি না

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোনোদিন নয়

-==আপলোড বাই মজিবুর==-

তোমার আমার মাঝে

কেন বাধা তুমি রাখো

একটু আদর করে

আজ নতুন নামে ডাকো

==============

আমায় একা ফেলে

যদি খিড়কি বন্ধ করো

মনের খিড়কি তোমার

জানি খুলে যাবে আরো

স্বপ্নের রাণী তুমি

দাও না একটু অনুমতি

ঐ প্রেমের দরজা খোলো না

কাল কি হবে জানি না

ঐ প্রেমের দরজা খোলো না

কাল কি হবে জানি না

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোনোদিন নয়

-==আপলোড বাই মজিবুর==-

মধুর এই নিবিড়ে

এক কামরায় দুজনে

বন্দী হয়ে গেলে

বলো ক্ষতি কি যে তাতে

================

শুনেছি এক সিংহ

নাকি আছে আশেপাশে

আমায় খেয়ে ফেললে

তুমি তখন পস্তাবে

দরজা খুলে দাও

রাখো তোমার পাশে পাশে

ঐ প্রেমের দরজা খোলো না

কাল কি হবে জানি না

ঐ প্রেমের দরজা খোলো না

কাল কি হবে জানি না

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোনোদিন নয়

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোনোদিন নয়

ঐ প্রেমের দরজা খোলো না

কাল কি হবে জানি না

ঐ প্রেমের দরজা খোলো না

কাল কি হবে জানি না

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোনোদিন নয়

====ধন্যবাদ====

More From খুরশিদ আলম/মিন্টু আমার নাম

See alllogo

You May Like