menu-iconlogo
huatong
huatong
avatar

একদিন মাটির ভিতরে হবে ঘর

গামছা পলাশhuatong
🌠𝐇𝐀𝐁𝐈𝐁_𝐇𝐀𝐒𝐀𝐍ᵐᵉˡᵒᵈʸ🎷huatong
Lyrics
Recordings
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘররে মন আমার

কেন বান্ধ দালান ঘর

প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে ,,,,,,

ধরাধামে সবি রবে তুমি যাবে চলে

বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত

বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত

সকলি হবে তোমার পর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে,,,,,,,

শিরা-উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে

মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড

মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড

পড়ে রবে মাটির ও উপর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

(আপলোড হাবিব হাসান)

নাই বিছানা নাইরে পানি ভিতরে ঘর অন্ধকার,,

তার ভিতর পড়ে রভি ওরে মনির সরকার

কিসের স্ত্রী পুত্র কিসের ইষ্ট মিত্র

কিসের স্ত্রী পুত্র কিসের ইষ্ট মিত্র

দম ফুরাইলে  সবই হবে পর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার ,,,,,,কেন বান্ধ দালান ঘর

More From গামছা পলাশ

See alllogo

You May Like