ও সজন হায় তোমার মত সুজন কজন আছে?
ও সজন হায় তোমার মত সুজন কজন আছে?
তোমার আলোয় পতঙ্গের মত
জ্বলে পুড়ে সবাই মরেই বাঁচে।
ও সজন হায় তোমার মত সুজন কজন আছে?
~~~~~~~~~~~~~~~~~~
এই যে আমি সুখেই ছিলাম
সে সুখ আমার আর সইলো না
যাও বা আমার এক মন ছিলো
তাও তোমার দয়ায় আর রইলো না।
এই যে আমি সুখেই ছিলাম
সে সুখ আমার আর সইলো না
যাও বা আমার এক মন ছিলো
তাও তোমার দয়ায় আর রইলো না।
আমার কাছে যা জীবন মরন
পুতুল খেলা তাই তোমার কাছে।
ও সজন হায় তোমার মত সুজন কজন আছে?
~~~~~~~~~~~~~~~~
ও সজন তোমায় দেখে যে পথেই দাঁড়ালো
হায় সে জন জানেই না সে যে পথেই দাঁড়ালো।
ও সজন তোমায় দেখে যে পথেই দাঁড়ালো
হায় সে জন জানেই না সে যে পথেই দাঁড়ালো।
~~~~~~~~
তোমায় কে আর মন্দ বলে?
ছিঃ ছিঃ অমন কথা মুখে আনতে নেই।
তোমায় চেয়ে শুধু মরন বরন
কারনটুকু তার জানতে নেই।
বুকের ব্যথা ঢেকে মুখেই হাসি
কান্না দেখে মুখ ফেরাও পাছে।
ও সজন হায় তোমার মত সুজন কজন আছে?
তোমার আলোয় পতঙ্গের মত
জ্বলে পুড়ে সবাই মরেই বাঁচে
ও সজন হায় তোমার মত সুজন কজন আছে?
~~~~~~~~~~~~~~~~