বধুয়া আমার চোখে জল এনেছে
হায় বিনা কারণে~~~
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে
হায় বিনা কারণে~~~
বধুয়া আমার চোখে জল এনেছে
হায় বিনা কারণে
~~~~~~~~~~~~~~~~~
দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিলো কিনে।
দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিলো কিনে।।
এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে
হায় বিনা কারণে~~~
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায় বিনা কারণে।।
~~~~~~~~~~~~~~~~~~
আমিতো খুজি কারণ
মন আমায় করে বারণ।
বলে কেন এমন মরণ
বিনা কারণে~~~
আমিতো খুজি কারণ
মন আমায় করে বারণ।
বলে কেন এমন মরণ
বিনা কারণে~~
আমি বাদী আমি বিবাদী কোথা উধাও অপরাধী।
আমি বাদী আমি বিবাদী কোথা উধাও অপরাধী।।
কেন সেই রূপের আগুন বুকে জ্বেলে আছি বেঁচে
হায় বিনা কারণে~~~
নীল আকাশ থেকে এ কি বাজ হেনেছে হায় বিনা কারণে~~
বধুয়া আমার চোখে জল এনেছে
হায় বিনা কারণে।।
~~~~~~~~~~~~~~~~~~~~