menu-iconlogo
huatong
huatong
avatar

তোমায় ছাড়া বেঁচে থাকা বেঁচে থাকা নয়-তন্ময়

তন্ময়huatong
✿⑅⃝💠𝐓𝐎𝐍𝐌𝐎𝐘✿⑅⃝💠🅣︎🅡🅝︎࿐huatong
Lyrics
Recordings
গানঃ তোমায় ছাড়া বেঁচে থাকা বেঁচে থাকা নয়

শিল্পীঃ এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন

সিনেমাঃ প্রিয়া আমার প্রিয়া

আপলোড: তন্ময় [ T R N ]

মেয়েঃ তোমায়..ছাড়া বেঁচে থাকা বেঁচে থাকা নয়

তোমায়..ছাড়া বেঁচে থাকা বেঁচে থাকা নয়...

এতো দিন দূরে থেকে জেনেছে হৃদয়..

এতো দিন দূরে থেকে জেনেছে হৃদয়

ছেলেঃ তোমায়..ছাড়া বেঁচে থাকা বেঁচে থাকা নয়...

এতো দিন দূরে থেকে জেনেছে হৃদয়..

এতো দিন দূরে থেকে জেনেছে হৃদয়

মেয়েঃ তোমায়..ছাড়া বেঁচে থাকা বেঁচে থাকা নয়...

======?======

<=== [ T ] ===>

======?======

মেয়েঃ তুমি..দিলে আশা

দিলে..ভালোবাসা

জেনে গেছে মন,ফুরাবে জীবন

পাবো না আমি..তোমাকে যখন

ছেলেঃ তুমি..দিলে আশা

দিলে..ভালোবাসা

জেনে গেছে মন,ফুরাবে জীবন

পাবো না আমি..তোমাকে যখন

মেয়েঃ তোমায়..ছাড়া

বেঁচে থাকা বেঁচে থাকা নয়...

ছেলেঃ তোমায়..ছাড়া

বেঁচে থাকা বেঁচে থাকা নয়...

======?======

<=== [ T ] ===>

======?======

ছেলেঃ আমার..তুমি হবে

প্রাণে..মিশে রবে,

চেয়েছি তোমায়

পেয়েছি তোমায়

স্বপ্ন সাজাই এসো দু'জনায়

মেয়েঃ তোমার..আমি হবো

প্রাণে..মিশে রবো,

চেয়েছো আমায়

পেয়েছো আমায়

স্বপ্ন সাজাই এসো দু'জনায়

ছেলেঃ তোমায়..ছাড়া

বেঁচে থাকা বেঁচে থাকা নয়...

মেয়েঃ তোমায়..ছাড়া

বেঁচে থাকা বেঁচে থাকা নয়...

ছেলেঃ এতো দিন দূরে থেকে

জেনেছে হৃদয়

মেয়েঃ এতো দিন দূরে থেকে

জেনেছে হৃদয়

ছে+মেঃ তোমায়..ছাড়া

বেঁচে থাকা বেঁচে থাকা নয়..

......29.05.2024......

More From তন্ময়

See alllogo

You May Like