menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবাসা ছাড়া তো হয়না জীবন-তন্ময়

তন্ময়huatong
✿⑅⃝💠𝐓𝐎𝐍𝐌𝐎𝐘✿⑅⃝💠🅣︎🅡🅝︎࿐huatong
Lyrics
Recordings
শিরোনাম : ভালোবাসা ছাড়া তো হয়না জীবন

শিল্পী : কনক চাঁপা ও কুমার বিশ্বজিৎ

ছবি : যতো প্রেম ততো জ্বালা

আপলোড: তন্ময় [ T R N ]

মেয়ে: ভালোবাসা ছাড়া তো হয়না জীবন

দুখ ছাড়া হয়না তো সুখের মিলন

কিছু সুখ কিছু দুখ এইতো জীবন

মরণেও ছাড়বো না তোমার এ বাঁধন

ছেলে: যতো প্রেম... ততো জ্বালা

যতো প্রেম... ততো জ্বালা

ভালোবাসা ছাড়া তো হয়না জীবন

দুখ ছাড়া হয়না তো সুখের মিলন

কিছু সুখ কিছু দুখ এইতো জীবন

মরণেও ছাড়বো না তোমার এ বাঁধন

মেয়ে: যতো প্রেম... ততো জ্বালা

যতো প্রেম.... ততো জ্বালা

<====[ মিউজিক ]====>

ছেলে: প্রেমিকের কাছে প্রেম অনেক আপন

জীবনের চেয়ে বড়, প্রেমেরি মরণ

<====[ T ]====>

মেয়ে: আছো তুমি এই হৃদয়ে নিঃশ্বাসে পাই

এই জীবনে আমি শুধু তোমাকেই চাই

ছেলে: তুমি ছাড়া এই জীবনে নামবে আঁধার

জ্বলে পুঁড়ে সব কিছু হবে একাকার

মেয়ে: যতো প্রেম... ততো জ্বালা

ছেলে: যতো প্রেম... ততো জ্বালা

মেয়ে: ভালোবাসা ছাড়া তো হয়না জীবন

ছেলে: দুখ ছাড়া হয়না তো সুখের মিলন

<====[ মিউজিক ]====>

মেয়ে: তুমি ছাড়া যদি আমি স্বর্গেও যাই

মনে হবে সেখানেও কোন সুখ নাই

<====[ T ]====>

ছেলে: আঁধারেতে এলে তুমি জ্বালাতে বাতি

জানিনা তো আজও আমি, কে যে তুমি

মেয়ে: ছিলাম আমি চাঁদ আর তাঁরার মাঝে

ভালোবাসা নিয়ে এলো তোমারি কাছে।

ছেলে: যতো প্রেম... ততো জ্বালা

মেয়ে: যতো প্রেম... ততো জ্বালা

ছেলে: ভালোবাসা ছাড়া তো হয়না জীবন

দুখ ছাড়া হয়না তো সুখের মিলন

মেয়ে: কিছু সুখ কিছু দুখ এইতো জীবন

মরণেও ছাড়বো না তোমার এ বাঁধন

ছেলে: যতো প্রেম... ততো জ্বালা

মেয়ে: যতো প্রেম... ততো জ্বালা

ছে+মে: যতো প্রেম... ততো জ্বালা

যতো প্রেম.. ততো জ্বালা

.......15.01.2024........

More From তন্ময়

See alllogo

You May Like