menu-iconlogo
huatong
huatong
avatar

কুরআন মধুর বানী আমি জখনি শুনি।

নজরুল ইসলাম।huatong
💓💚💙ইসলামেরসৈনিক❤️💙💓huatong
Lyrics
Recordings
? বিসমিল্লাহির রহমানির রহিম ?

কোরআন মধুর বানী

আমি যখনই শুনি

আমার মন ভরে যাই

কোরআন মধুর বানী

আমি যখনই শুনি

আমার মন ভরে যাই

শোনো মোমীন মুসলমান

পড়ে দেখনা কোরআন

কত শান্তি পাওয়া যায়

কোরআন মধুর বানী

প্রতিটি হরফে দশ দশ নেকি আছে

আমলে জমা হয়

প্রতিটি হরফে দশ দশ নেকি আছে

আমলে জমা হয়

পাপের খাতা হতে

পাপ যায় তোমার হেটে

নেকিতে হয় বোঝায়

এ এমন বরকতময়

মেলে সবারী দাওয়ায়

শোনো মোমীন মুসলমান

পড়ে দেখনা কোরআন

কত শান্তি পাওয়া যায়

কোরআন মধুর বানী

আমি যখনই শুনি

আমার মন ভরে যাই

কোরআন মধুর বানী

কোরআন এমন গ্রন্হ

পৃথিবীর যত মন্ত্র

সবি যাবে মিলে

কোরআন এমন গ্রন্হ

পৃথিবীর যত মন্ত্র

সবি যাবে মিলে

ইহকাল পরকাল

আকাশ হতে পাতাল

সবার চাবি খোলে

কোরআন বড় মধুময়

কল্বে নূর জারী হয়

শোনো মোমীন মুসলমান

পড়ে দেখনা কোরআন

কত শান্তি পাওয়া যায়

কোরআন মধুর বানী

আমি যখনই শুনি

আমার মন ভরে যাই

কোরআন মধুর বানী

এস এম নজরুল বলে

কোরআন আমার ইমান

কোরআন জীবন বিধান

এস এম নজরুল বলে

কোরআন আমার ইমান

কোরআন জীবন বিধান

এই কোরআনের খেলাপি

যে চলবে সে পাপী

সে হবে নফরমান

বেবী নাজনীন বলে যায়

কোরআন রাখনা সিনায়

কোরআন মধুর বানী

আমি যখনই শুনি

কোরআন মধুর বানী

আমি যখনই শুনি

আমার মন ভরে যাই

শোনো মোমীন মুসলমান

পড়ে দেখনা কোরআন

কত শান্তি পাওয়া যায়

কোরআন মধুর বানী

? ধন্যবাদ ?

More From নজরুল ইসলাম।

See alllogo

You May Like