menu-iconlogo
huatong
huatong
--cover-image

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

নজরুল গীতিhuatong
leipoldaylhuatong
Lyrics
Recordings
আসসালামুয়ালাইকুম

ওয়ালাইকুম আসসালাম

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

এলো রে দুনিয়ায়.....

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

এলো রে দুনিয়ায়.....

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

ধূলির ধরা বেহেশ্‌তে আজ,

জয় করিল দিলরে লাজ

ধূলির ধরা বেহেশ্‌তে আজ,

জয় করিল দিলরে লাজ

আজকে খুশির ঢল নেমেছে

আজকে খুশির ঢল নেমেছে

ধূসর সাহারায়.....

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

এলো রে দুনিয়ায়.....

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

দেখ আমিনা মায়ের কোলে,

দোলে শিশু ইসলাম দোলে

দেখ আমিনা মায়ের কোলে,

দোলে শিশু ইসলাম দোলে

কচি মুখের শাহাদাতের

বাণী সে শোনায়....

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

এলো রে দুনিয়ায়.....

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

আজকে যত পাপী ও তাপী,

সব গুনাহের পেল মাফী

আজকে যত পাপী ও তাপী,

সব গুনাহের পেল মাফী

দুনিয়া হতে বে ইনসাফী

দুনিয়া হতে বে ইনসাফী

জুলুম নিল বিদায়...

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

এলো রে দুনিয়ায়.....

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়...

More From নজরুল গীতি

See alllogo

You May Like