menu-iconlogo
huatong
huatong
-graam-chara-oi-ranga-mathir-poth-shironamhin-cover-image

Graam Chara Oi Ranga Mathir Poth Shironamhin

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
Lyrics
Recordings
নবধারা সংগীত ভুবন

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার.....মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার.....মন ভুলায় রে

ওরে কার পানে মন হাত বাড়িয়ে

লুটিয়ে যায় ধুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

নবধারা সংগীত ভুবন

ও যে আমায় ঘরের বাহির করে

পায়ে-পায়ে পায়ে,ধরে

মরি হায় হায় রে

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে

যায় রে কোন চুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

নবধারা সংগীত ভুবন

ও কোন বাঁকে কী ধন দেখাবে

কোনখানে কী দায় ঠেকাবে

কোন বাঁকে কী ধন দেখাবে

কোনখানে কী দায় ঠেকাবে

কোথায় গিয়ে শেষ মেলে যে

ভেবেই না কুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

আমার মন ভুলায় রে

আমার মন ভুলায় রে

More From নবধারা

See alllogo

You May Like