menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মরা দেহ পুরিস নারে অংকন

নাসিরhuatong
❖ƬʜᴇᎻᏆͲᏞᎪᎡヅhuatong
Lyrics
Recordings
অঙ্কনের মরা দেহ ?‍ ?‍

আমার মরা দেহ পুরিস নারে

আমার মরা দেহ পুরিস নারে

আমি প্রেমানলে পুরাএএএ

আমি মইরা না বাচিয়া আছি

চেয়ে দেখ না তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

আমি মইরা না বাচিয়া আছি

চেয়ে দেখনা তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

আমার মরা দেহ পুরিস নারে

আমার মরা দেহ পুরিস নারে

আমি প্রেমানলে পুরা

আমি মইরা না বাচিয়া আছি

চেয়ে দেখনা তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

আমি মইরা না বাচিয়া আছি

চেয়ে দেখনা তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

? অংকন মায়া মরলে জোরা ভাংবে ?

বুকের ভিতর, জ্বলছে দুঃখের চিতা

কেন্দে কেন্দে চোখের পানি

জরাইলামরে বৃথা আমি

জড়াইলাম রে বৃথা

বুকের ভিতর, জ্বলছে দুঃখের চিতা

কেন্দে কেন্দে চোখের পানি

জরাইলামরে বৃথা আমি

জড়াইলাম রে বৃথা

আপন মানুষ শত্রু হয়ে

আপন মানুষ শত্রু হয়ে

মারল বুকে ছোড়ারে

মারলো বুকে ছোড়া

আমি মইরা না বাচিয়া আছি

চেয়ে দেখনা তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

আমি মইরা না বাঁচিয়া আছি

চেয়ে দেখ না তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

অংকন মায়া এক

সারাজীবন ,করলামরে যার পূজা

ভাগ্যের পিঠে দিল দুঃখের

পাহাড় সমান বোঝা আমায়

পাহাড় সমান বোঝা

সারাজীবন ,করলামরে যার পূজা

ভাগ্যের পিঠে দিল দুঃখের

পাহাড় সমান বোঝা আমায়

পাহাড় সমান বোঝা

কিছুতেই এই ভাঙা কপাল

কিছুতেই এই ভাঙ্গা কপাল

লাগলো না রে জোড়ারে

লাগল না রে জোড়া

আমি মইরা না বাচিয়া আছি

চেয়ে দেখ না তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

আমি মইরা না বাচিয়া আছি

চেয়ে দেখ না তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

আমার মরা দেহ পুরিস নারে

আমার মরা দেহ পুরিস নারে

আমি প্রেমানলে পোড়া

আমি মইরা না বাচিয়া আছি

চেয়ে দেখ না তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

আমি মইরা না বাচিয়া আছি

চেয়ে দেখ না তোরা আমায়

চেয়ে দেখ না তোরা

ধন্যবাদ সবাইকে

অংকন মায়া

More From নাসির

See alllogo

You May Like

আমার মরা দেহ পুরিস নারে অংকন by নাসির - Lyrics & Covers