আমি সারাজীবন তোমারই থাকবো
সারাক্ষণ চোখে চোখ রাখবো
আমি সারাজীবন তোমারই থাকবো
সারাক্ষণ চোখে চোখ রাখবো
আসলে মরন দেখবে যখন মরোনও দুর থেকে হাসবে
তোমাকে যখন মন ভালোবাসবে
আমি সারাজীবন তোমারই থাকবো সারাক্ষণ চোখে চোখ রাখবো
বিধাতার কাছে যে বলবে মরণ কিভাবে কেড়ে নেব ওদের জীবন
বিধাতার কাছে যেয়ে বলবে মরণ
কিভাবে কেড়ে নেব ওদের জীবন
প্রেমের অপমানে জীবন নেয়ার আগে
মরণো চোখের জলে ভাসবে
তোমাকে যখন মন ভালোবাসবে
আমি সারাজীবন তোমারই থাকবো
সারাক্ষণ চোখে চোখ রাখবো
তুমি আর আমি মিলে একটি জিবন ভুবনে অমর হয়ে থাকবো দুজন
তুমি আর আমি মিলে একটি জীবন ভুবনে অমর হয়ে থাকবো দুজন
প্রেমের অপবাদে মৃত্যুর প্রতিবাদে
আকাশও মাটিতে নেমে আসবে
তোমাকে যখন মন ভালোবাসবে
আমি সারা জীবন তোমারই থাকবো
সারাক্ষণ চোখে চোখ রাখব
আসলে মরণ দেখবে যখন
মরণো দূর থেকে হাসবে
তোমাকে যখন মন ভালোবাসবে
আমি সারাজীবন তোমারই থাকবো
সারাক্ষণ চোখে চোখ রাখবো