এখনো মাঝে মাঝে বন্ধুদের আড্ডায়
শিল্পিঃ- নাসির
##এডিটিং- রাসেল ##
অনুপ্রেরণা- মিঠুন দেব সহ
বিডি পরিবারের সকল সন্মানিত সদস্য
রুম নং 739014
#########…………………………………..
এখনো মাঝে মাঝে বন্ধুদের আড্ডায়,
বলে ফেলি তোমারি কথা
এখনো মাঝে মাঝে বন্ধুদের আড্ডায়,
বলে ফেলি তোমারি কথা
তোমার স্মৃতি গুলো এভাবে আমাকে দেয় দুঃখ ব্যাথা
তোমার স্মৃতি গুলো এভাবে আমাকে দেয় দুঃখ ব্যাথা
এখনো মাঝে মাঝে বন্ধুদের আড্ডায়,
বলে ফেলি তোমারি কথা………….
##এডিটিং- রাসেল ##
অনুপ্রেরণা- মিঠুন দেব সহ
বিডি পরিবারের সকল সন্মানিত সদস্য
#########…………………………………..
আমি ভূলে গেছি তোমায়
ভোলেনি আমার এ মন
আমারি অজান্তে দেখেছি কাঁদতে
আমার এ দু’টি নয়ন
আমার চারেপাশে ঘিরে থাকে শুধু যেন.. এই অবতার
তোমার স্মৃতি গুলো এভাবে আমাকে দেয়.. দুঃখ ব্যাথা
এখনো মাঝে মাঝে বন্ধুদের আড্ডায়,
বলে ফেলি তোমারি কথা…………
##এডিটিং- রাসেল ##
অনুপ্রেরণা- মিঠুন দেব সহ
বিডি পরিবারের সকল সন্মানিত সদস্য
#########…………………………………..
তুমি চলে গেছ দুরে…
কখন থাকে না খেয়াল
স্মৃতিরও সীমান্তে… পারিনি টানতে
বাধার শেকলো দেওয়ালে
এখনো গভীর রাতে তোমাকে নিয়ে লিখি প্রিয় কবিতা
তোমার স্মৃতি গুলো এভাবে আমাকে দেয় দুঃখ ব্যাথা
এখনো মাঝে মাঝে বন্ধুদের আড্ডায়,
বলে ফেলি তোমারি কথা…………
তোমার স্মৃতি গুলো এভাবে আমাকে দেয় দুঃখ ব্যাথা
তোমার স্মৃতি গুলো এভাবে আমাকে দেয় দুঃখ ব্যাথা
এখনো মাঝে মাঝে বন্ধুদের আড্ডায়,
বলে ফেলি তোমারি কথা………….