তোমায় দেখে যেন মনে হয়
অনেক দিনের পরিচয়
তোমায় দেখে যেন মনে হয়
অনেক দিনের পরিচয়
বারে বারে দেখিতে মন চায়
মরি প্রেম জ্বালায়
কি মায়া লাগাইছে বন্ধুয়া
তোমায় দেখে যেন মনে হয়
অনেক দিনের পরিচয়
—পাগল হাসান স্টাইলে
দেখে যেন মনে হয়, অনেক দিনের চেনা,
তোর চোখের ভেতর আমি, খুঁজি আমারই ঘরবসতি।
অচিন এক প্রেম, বুঝে নেয় মন,
তুই ছিলি না পাশে, তবুও ছিলি জনম জনম।
তোর হাঁটার শব্দে বাজে, পুরোনো কোনো সুর,
কান পাতলেই শুনি আমি, হৃদয় ছুঁয়ে যাওয়া দূর।
তুই যে এলি হঠাৎ করে, তবু মন জানত আগে,
এই পথ একদিন তোর হবে, কপালেরই ভাগে।
দেখে যেন মনে হয়, তুই আমারই ধ্যান,
তোর ছায়ার নিচে দাঁড়িয়ে, পাই আশার সন্ধান।
তুই হাসলে রোদ উঠে যায়, তুই কাঁদলে ঝর ঝর বৃষ্টি,
তোর ভালোবাসায় ডুবে আছি, তুই আমার সর্বনাশে সৃষ্টि।