menu-iconlogo
huatong
huatong
avatar

একটি বাংলাদেশ তুমি জাগ্রত

বাংলা গানhuatong
juxtap0sehuatong
Lyrics
Recordings

একটি বাংলাদেশ তুমি জাগ্রত

জনতার

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার

অহংকার

মইন চৌধুরী

একটি বাংলাদেশ তুমি জাগ্রত

জনতার

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার

অহংকার

মঈন চৌধুরী

আমার স্বাধীনতা গৌরব সৌরভে

এনেছে আমার প্রাণে

সূর্য রৌদ্রের ও সজীবতা

মঈন চৌধুরী

তোমার স্বাধীনতা গৌরব সৌরভে

এনেছে আমার প্রানের

সূর্য রৌদ্রের ও সজীবতা

দিয়েছে সোনালী সুখী জীবনের দৃপ্ত

অঙ্গীকার

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার

অহংকার

একটি বাংলাদেশ জাগ্রত

জনতার

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার

অহংকার

মঈন চৌধুরী

তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে

রেখেছি অতল আমর বর্ণে মুক্তির

স্নেহ মাখা

তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে

রেখেছি অতল আমর বর্ণে মুক্তির

স্নেহ মাখা

জেনেছি তুমি জীবন মরনে বিমূগ

চেতনার

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার

অহংকার

একটি বাংলাদেশ তুমি জাগ্রত

জনতার

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার

অহংকার

একটি বাংলাদেশ তুমি জাগ্রত

জনতার

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার

অহংকার

একটি বাংলাদেশ তুমি জাগ্রত

জনতার

একটি বাংলাদেশ জাগ্রত

জনতার

ধন্যবাদ

More From বাংলা গান

See alllogo

You May Like