menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার হাত পাখার বাতাসে

বাংলা গানhuatong
mjpludehuatong
Lyrics
Recordings
গান:তোমার হাত পাখার বাতাসে

From A S B GROUP

তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে

কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে..

থাকো আমার পাশে

তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে

কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে..

থাকো আমার পাশে

From A S B GROUP

যখন কুপি জলা রাতে আমার থালার গরম ভাতে

পুঁটি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে

যখন কুপি জলা রাতে আমার থালার গরম ভাতে

পুঁটি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে

সারাদিনের কষ্ট ভুলে মনটা আমার হাসে

মনটা আমার হাসে

তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে

কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে

থাকো আমার পাশে

গানের শেষে একটা লাইক দিবেন

আমার ছোট ভাঙা ঘরে যেনো চাঁদের আলো ঝরে

ঘুমাও যখন মাথা রেখে আমার বুকের উপরে...

আমার ছোট ভাঙা ঘরে যেনো চাঁদের আলো ঝরে

ঘুমাও যখন মাথা রেখে আমার বুকের উপরে..

মনটা আমার সপ্ন হয়ে চাঁদের খেয়ায় ভসে

চাঁদের খেয়ায় ভসে

তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে

কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে

থাকো আমার পাশে

তোমার হাত পাখার বাতাসে প্রাণ জরিয়ে আসে

কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে

থাকো আমার পাশে

Thank you

More From বাংলা গান

See alllogo

You May Like