ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
মন গগণে ফুল বনে তুমি বনমালী
আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি
মন গগণে ফুল বনে তুমি বনমালী
আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি
দুটি বীণা একটি সুর
ভালোবাসা কি মধুর
দুটি বীণা একটি সুর
ভালোবাসা কি মধুর
তোমায় ছেড়ে যতো দুরে রইবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি
সে গানের ছন্দে দিতাম মুক্তা ঝরা হাসি
যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি
সে গানের ছন্দে দিতাম মুক্তা ঝরা হাসি
মিলন রজনী আজ ও তো ভুলিনি
মিলন রজনী আজ ও তো ভুলিনি
বিরহো রাগিনী হয়ে বাঁজবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
আরো নতুন পুরাতন গান পেতে
গুরে আসুন আমার সংবুক থেকে
ভাই বলো বন্ধু বলো কেও রবেনা পাশে মাতাল
রাজ্জাকেরই ওই পারের ডাক যদি চলে আসে
ভাই বলো বন্ধু বলো কেও রবেনা পাশে মাতাল
রাজ্জাকেরই ওই পারের ডাক যদি চলে আসে
ধুলা কাদা মুছিয়া বন্ধুয়ার কাছে যাইয়া
ধুলা কাদা মুছিয়া বন্ধুয়ার কাছে যাইয়া
চরণে লুটিয়া আমি রইবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নিরবে সইবো বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো
ধন্যবাদ