menu-iconlogo
huatong
huatong
avatar

আগে যদি জানতাম আমি তোর প্রেমে এতো জ্বালা (rasf)

বাউল রায়হান(আপলোড-রনি)huatong
꧁💞🇷𝗼𝗻𝘆💕༻সাফল্য꧂huatong
Lyrics
Recordings
*চয়েস অনুস্কা*

মুল-শিল্পী বাউল রায়হান

আগে যদি জানতাম আমি..

তোর পিরিতের এতো জ্বালা-আ..আ

তবে কি আর প্রেম..করিতাম রে বন্ধু

থাকতাম আমি একলা--আ..আ

*চয়েস অনুস্কা*

আপলোড বাই *রনি*

*সাফল্য পরিবার*

মিউজিক শুনে গান করুন

ওরে আগে যদি জানতাম আমি..

তোর প্রেমের এতো জ্বালা-আ..আ

তবে কি আর প্রেম করিতাম রে...

থাকতাম আমি একলা-

আমার ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা-

ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা-

জ্বইলা পুইড়া হইলাম ছাঁই-রে

জ্বইলা পুইড়া হইলাম ছাঁই-

তোমার প্রেমের এতো জ্বালা-

আর নাহি আর গাইয়ে সয়-গো

আর নাহি আর গাইয়ে সয়-

*চয়েস অনুস্কা*

আপলোড বাই *রনি*

*সাফল্য পরিবার*

কই হারু-নে অকারণে-

করিলে কেনো এতো রাগ-আ..আ

কলিজা টা ছিঁড়ে দেখরে বন্ধু-

তোর পিরিতের পোড়া দাগ-

কই অনুস্কা অকারণে-

করিলে কেনো এতো রাগ-আ..আ

কলিজা টা ছিঁড়ে দেখরে বন্ধু-

তোর পিরিতের পোড়া দাগ-

নিশি পহায় কাঁদি সদায়-

নিশি পহায় থাকি সদায়-

এ দেহে আর জায়গা নাই-রে

এ দেহে আর জায়গা নাই-

পুড়তে পুড়তে ছাইরে হইলাম

আর তো পোড়া জায়গা নাই-রে

আর তো পোড়া জায়গা নাই-

কোন জায়গা দিবি আগুন-

এ দেহে আর জায়গা নাই-রে

এ দেহে আর জায়গা নাই

পুড়তে পুড়তে ছাইরে হইলাম

আর তো পোড়া জায়গা নাই-রে

আর তো পোড়া জায়গা নাই-

আর তো পোড়া জায়গা নাই-

*চয়েস অনুস্কা*

আপলোড বাই *রনি*

*সাফল্য পরিবার*

More From বাউল রায়হান(আপলোড-রনি)

See alllogo

You May Like