menu-iconlogo
huatong
huatong
avatar

সোনা বউ রাইখা আইছি বাড়িতে

বৃষ্টিhuatong
"𝕸𝖎✮͜͡❤️JULIY✮͜͡🇧🇩𒁍"huatong
Lyrics
Recordings
Bristy

-------------

"”Bristy"""

M/ সোনা বউ বউ বউ

সোনা বউ বউ বউ

?

M. /কোন কাজে মন বসে না

মন চায় সব ছাড়িতে

চারিধারে চাঁদপাড়া মুখ

দেখতে পাই লাল শাড়িতে

সোনা বউ রাইখা আইছে বাড়িতে

বাড়িতে সোনা বউ রাইখা এসে বাড়িতে

F. /কি সব কথা কন স্বামী

লাজে মরি অকাল

পাড়াপড়শি বউ পাগলা

কইবো হেসে সকলে

বেহায়া জামাই জুটছে কপালে

কপালে বেহায়া জামাই জুটছে কপালে

<<<<<<<<

======

÷÷÷÷÷÷÷÷÷÷

<<<<<<<<<<

M. /দুধে আলতা গায়ের বরণ

বাঁকা দাঁতের হাসি

কেমনে বোঝাই সোনা বউরে

কত ভালোবাসি

<<<<<<<<<<<

F/ সাত জনমের ভাগ্য আমার

পাইছে এমন স্বামী

খোদার পরে আমার কাছে

আপনি অনেক দামি

M /এমন সুন্দর বউ থাকিলে

এমন সুন্দর বউ থাকিলে

মন থাকে না মনেতে

F /বেহায়া জামাই জুটছে কপালে

কপালে বেহায়া জামাই ধরছে কপালে

M /সোনা বউ রাইখা আইছে বাড়িতে

বাড়িতে সোনা বউ রাই খাইছে বাড়িতে

<<<<<<<

=========

>>>>>>>>>>

<<<<<<<<<<<

M /পায়ে আলতা চোখে কাজল

হাতে রেশমি চুড়ি

রুপে গুনে সোনা বউয়ের

নেই যে কোন জুরি

<<<<<<<<<<<<

F /স্বামী আমার রসিক ভারি

রসের কথা কয়

এমন স্বামীর প্রেম জ্বালাতে

জ্বলতে মনে নয়

M /আসমানের চান ভাল্লরাগে না

আসমানের চান ভালো লাগেনা

চান যে আমার ঘরেতে

F /বেহায়া জামাই জুটছে কপালে

কপালে

বেহায়া জামাই জুটছে কপালে

M /সোনা বউ রাই খাইছে বাড়িতে

বাড়িতে

সোনা বউ রাইখা আইছে বাড়িতে

<<<<<

========

>>>>>>>

M /বুকের খাচায় খুব যত্নে

পোষা পরাণ পাখি

সেই পাখিটা তুই সোনা বউ

তাই আদরে রাখি

=========

F /এতো ভালো বাসাবে

মনে লাগে ভয়

বেশি ভালো বাসা যদি

কপালে না সয়

M /অমন কথা কয় না মুখে

অমন কথা কয় না মুখে

আয়না একটু বুকেতে

সোনা বউ রাইখা আইছি বাড়িতে।

বাড়িতে

সোনা বউ রাইখা আইছে বাড়িতে

F. /বেহায়া জামাই জুটছে কপালে

কপালে

বেহায়া জামাই জুটছে কপালে

ধন্যবাদ

More From বৃষ্টি

See alllogo

You May Like