জীবনে আমার স্বপ্ন ছিল
ছিল ভালোবাসা
জীবনে আমার স্বপ্ন ছিল
ছিল ভালোবাসা
চলে গেছো...ও ও
চলে গেছো জীবন থেকে
ভেঙে দিয়ে আশা..আ আ
জীবনে আমার
জীবনে আমার স্বপ্ন ছিল
ছিল ভালোবাসা
-==আপলোডঃ মজিবুর==-
কখন যে এক ঝড় এসে
হো, কখন যে এক ঝড় এসে
ঝরালো ফোটা ফুল
ঝরালো ফোটা ফুল
হৃদয়টাকে আঘাত দিয়ে
ভেঙে দিলে দু'কূল
ভেঙে দিলে দু'কুল
এখন তুমি....ই ই
এখন তুমি পরকে নিয়ে
বাধো সুখেরই বাসা
জীবনে আমার
জীবনে আমার স্বপ্ন ছিল
ছিল ভালোবাসা
-==আপলোডঃ মজিবুর==-
মেঘের ছায়া পৃথিবী জুড়ে
হো, মেঘের ছায়া পৃথিবী জুড়ে
নিয়ে গেল যে রোদ
নিয়ে গেল যে রোদ
বুকের ভেতর কষ্ট দিয়ে
নিলে কি প্রতিশোধ
নিলে কি প্রতিশোধ
এখন তুমি....ই ই
এখন তুমি পরের ঘরে
সাজাও ভালোবাসা..আ আ
জীবনে আমার
জীবনে আমার স্বপ্ন ছিল
ছিল ভালোবাসা
জীবনে আমার স্বপ্ন ছিল
ছিল ভালোবাসা
চলে গেছো....ও ও
চলে গেছো জীবন থেকে
ভেঙে দিয়ে আশা,,,
জীবনে আমার
জীবনে আমার স্বপ্ন ছিল
ছিল ভালোবাসা
====ধন্যবাদ====