খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে
Upload by
RAZIB__AMS
>>>>>>>💗<<<<<<<
খোলা চুলে জানলাতে কেন দাঁড়ালে
বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালে
>>>>>>>💗<<<<<<<
খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে
বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালে
দোষকি বলো আমার এ মন তোমার প্রেমে
হারালে....হারালে
খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে
বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালে
>>>>>>>💗<<<<<<<
হুম প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা
সেদিন থেকে কেন জানি লাগে বড় একা
>>>>>>>💗<<<<<<<
হুম প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা
সেদিন থেকে কেন জানি লাগে বড় একা
সেইতো ছিল ভালো তুমি ছিলে আড়ালে
ছিলে আড়ালে
খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে
বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালে
দোষকি বলো আমার এ মন তোমার প্রেমে
হারালে....হারালে
খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে
বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালে
>>>>>>>💗<<<<<<<
হুম কোনে দেখা আলো আমার কোনে দেখা হলো
মনের মানুষ এতদিনে মন খুজে পেল
>>>>>>>💗<<<<<<<
হুম কোনে দেখা আলো আমার কোনে দেখা হলো
মনের মানুষ এতদিনে মন খুজে পেল
স্বপ্ন দিয়ে আমাকে যে তুমি জড়ালে
তুমি জড়ালে
খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে
বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালে
দোষকি বলো আমার এ মন তোমার প্রেমে
হারালে...হারালে
খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে
বৃষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালে
>>>>>> ধন্যবাদ <<<<<<