menu-iconlogo
huatong
huatong
avatar

বিচারপতি তোমার কাছে

মনির খানhuatong
oceangrll999huatong
Lyrics
Recordings
জীবনদাতা হে বিধাতা মহান বিচারপতি

তুমি থাকতে কেন আমার করুণ পরিনতি

Follow me

বিচারপতি তোমার কাছে বিচার না পেলে

কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে

কার কাছে গেলে.......

বিচারপতি তোমার কাছে বিচার না পেলে

কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে

কার কাছে গেলে.......

Follow me

মানুষের সুবিবেক বিচার বন্দী টাকার ফান্দে

কোর্ট কাচারির দ্বারে দ্বারে

সু বিচারের বানী কান্দে

মানুষের সুবিবেক বিচার বন্ধী টাকার ফান্দে

কোর্ট কাচারির দ্বারে দ্বারে

সু বিচারের বানী কান্দে

কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়

দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়

নিদোষীরাই জেলে......

কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে

কার কাছে গেলে......

বিচারপতি তোমার কাছে বিচার না পেলে

কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে

কার কাছে গেলে......

Follow me

নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়

তবে নালিশের চাই সুবিচার অনুকম্পা নয়

নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়

তবে নালিশের চাই সুবিচার অনুকম্পা নয়

ওরে কিছুই কি বুঝোনা তুমি...

কিছুই কি বুঝোনা তুমি দেখোনা চোখ মেলে

কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে

কার কাছে গেলে......

বিচারপতি তোমার কাছে বিচার না পেলে

কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে

কার কাছে গেলে......

বিচারপতি তোমার কাছে বিচার না পেলে

কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে

কার কাছে গেলে......

More From মনির খান

See alllogo

You May Like