আমি মরে গেলে
শিল্পী:- মনি কিশোর
Upload-Tapos Majumder
>>>>>>>>>>>>>>>>
আমি মরে গেলে জানি তুমি কাঁদবেনা
ওখানেই শেষ করে দিও
চাইবনা কিছুই তোমার
শুধু,মনে রেখো কোন একদিন...
ভালোবেসে ছিলাম তোমায়
ও...ভালোবেসে ছিলাম তোমায়
Upload-Tapos Majumder
>>>>>>>>>>>>>>>>
পুরনো স্মৃতিগুলো,মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে,এ জীবন সাজিয়ে নিও
পুরনো স্মৃতিগুলো,মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে,এ জীবন সাজিয়ে নিও
সেই চেনা সুরে, সেই চেনা নাম ধরে,
ডেকো না আমায়
শুধু মনে রেখো কোন একদিন...
ভালোবেসে ছিলাম তোমায়
ও...ভালোবেসে ছিলাম তোমায়
Follow-Tapos Majumder
>>>>>>>>>>>>>>>>
কখনো ভুল করে,সমাধিতে ফুল দিও না
আমার মরণ দিনে,চোখে জল তুমি এনো না
কখনো ভুল করে,সমাধিতে ফুল দিও না
আমার মরণ দিনে,চোখে জল তুমি এনো না
থাকনা ভরে,সমাধির পরে,ঝরানো পাতায়
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ও...ভালোবেসে ছিলাম তোমায়
আমি মরে গেলে জানি তুমি কাঁদবেনা
ওখানেই শেষ করে দিও
চাইবনা কিছুই তোমার
শুধু,মনে রেখো কোন একদিন...
ভালোবেসে ছিলাম তোমায়
ও...ভালোবেসে ছিলাম..
Follow-Tapos Majumder
ধন্যবাদ