কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালোবেসেছি
তুমি না আমি
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালোবেসেছি
তুমি না আমি
ডেকেছি কে আগে
কে দিয়েছি সাড়া
কার অনুরাগে
কেগো দিশাহারা
ডেকেছি কে আগে
কে দিয়েছি সাড়া
কার অনুরাগে
কেগো দিশাহারা
কে প্রথম মন জাগানোর
সুখে হেসেছি
তুমি না আমি
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালোবেসেছি
তুমি না আমি
কে প্রথম কথা দিয়েছি
দু'জনার এ দু'টি হৃদয়
একাকার করে নিয়েছি
শুরু হল কবে
এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া
শুরু হল কবে
এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া
কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি
তুমি না আমি