menu-iconlogo
huatong
huatong
avatar

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
spfaillahuatong
Lyrics
Recordings
যদি হিমালয় আল্পসের

সমস্ত জমাট বরফ

শিল্পীঃ মান্না দে

যদি হিমালয় আল্পসের

সমস্ত জমাট বরফ

একদিন গলেও যায়,

তবুও তুমি আমার

যদি নায়াগ্রা জলপ্রপাত

একদিন সাহারার

কাছে চলেও যায়

তবুও তুমি আমার

তবুও তুমি আমার।

যদি প্রশান্ত মহাসাগরে

একফোটা জল আর নাও থাকে

যদি গঙ্গা ভলগা হোয়াংহো

নিজেদের শুকিয়েও রাখে

যদি ভিসুভিয়াস ফুজিয়ামা

একদিন জ্বলতে জ্বলতে

জ্বলেও যায়

তবুও তুমি আমার

তবুও তুমি আমার।

Created by BVSG

যদি পৃথিবীকে ধ্বংস

করতে একদিন

তৃতীয় মহাযুদ্ধও বাঁধে

যদি নিভেও যায় কোনদিন

যতটুকু আলো আছে

ওই সূর্য আর চাদেঁ

যদি সাইবেরিয়ার

তুষারে কখনও

সবুজ ফসল ফলেও যায়

তবুও তুমি আমার

তবুও তুমি আমার।

যদি হিমালয় আল্পসের

সমস্ত জমাট বরফ

একদিন গলেও যায়

তবুও তুমি আমার

তবুও তুমি আমার

তবুও তুমি আমার

লাইক প্লিজ

More From মান্না দে Manna Dey,Prabhas Dey

See alllogo

You May Like