তুমি ডাক দিলে.........
তুমি ডাক দিলে অবলার পানে...
চাইও..রে............
ও প্রাণ বান্ধব রে.......
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে..
=============
তুমি ডাক দিলে অবলার পানে
চাইও..রে............
ও প্রাণ বান্ধব রে.......
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে..
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে..
-==আপলোডঃ মজিবুর==-
চাঁদনী রাইতে আইসো গো বন্ধু
চাঁন্দের ও বাহার......
তোমারে বানাইয়া রাখব..
আমার গলার হার ও রে...
============
চাঁদনী রাইতে আইসো গো বন্ধু
চাঁন্দের ও বাহার......
তোমারে বানাইয়া রাখব..
আমার গলার হার ও রে...
তোমার আত্মাতে আত্মা মিশাইয়া
রবো..রে.........
ও প্রান বান্ধব রে..
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে..
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে..
-==আপলোডঃ মজিবুর==-
আমি যেদিন চলে গো যাব
আমার আপন বাড়ি.....
বাজার থাইকা কিনা আইনো
সাদা মার্কিন শাড়ি রে.....
===============
আমি যেদিন চলে গো যাব
আমার আপন বাড়ি.....
বাজার থাইকা কিনা আইনো
সাদা মার্কিন শাড়ি রে.....
তুমি নিজ হাতে বধু সাজাইয়া
দিও..গো..........
ও প্রান বান্ধব রে..
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে..
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে..
-==আপলোডঃ মজিবুর==-
আমার বিয়ার বর ও গো যাত্রী
চার জনারে দেখি......
তারা আমায় রাইখা আসবে..
দিয়া ওরে মাটি রে...
=============
আমার বিয়ার বর ও যাত্রী
চার জনারে দেখি......
তারা আমায় রাইখা আসবে..
দিয়া ওরে মাটি রে...
সাধক চাঁন মিয়ারে সঙ্গে কইরা
নিও...রে...........
ও প্রান বান্ধব রে....
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে..
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে..
তুমি ডাক দিলে অবলার পানে
চাইও..রে............
ও প্রাণ বান্ধব রে.......
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে
ধীরে, ধীরে যাইও ফিরা পাণে চাইও রে
====ধন্যবাদ====