ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
ছেলেঃ দেনা একটু খাই 
মেয়েঃ দামটা আগে চাই 
ছেলেঃ আরে দেনা একটু খাই 
মেয়েঃ দামটা আগে চাই 
তোদের মত ফ্রি খাওয়াদের চিনে রেখেছি 
ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
-==আপলোডঃ মজিবুর==- 
ছেলেঃ তোর দুধেতে আছে পানি 
আমি কিন্তু সবই জানি 
না খাওয়ালে জানবে সবাই 
তোর দুধেতে কোন স্বাদ নাই 
মেয়েঃ ওরে দুষ্টুর দল, কে বলেছে বল 
ওরে দুষ্টুর দল, কে বলেছে বল 
খাঁটি গরুর দুধে আমি পানি দিয়েছি 
ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
-==আপলোডঃ মজিবুর==- 
ছেলেঃ তোর দুধেরতে বড়ই মজা 
খেয়ে দিলটা হলো তাজা 
পথের পানে থাকব চেয়ে 
রোজ সকালে দুধ আসিস নিয়ে 
মেয়েঃ আজকে দুধ আর নাই এখন বাড়ি যাই 
আজকে দুধ আর নাই এখন বাড়ি যাই 
মাকে গিয়ে বলব দুধ ফেলে দিয়েছি 
ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
ছেলেঃ দেনা একটু খাই 
মেয়েঃ দামটা আগে চাই 
ছেলেঃ আরে দেনা একটু খাই 
মেয়েঃ দামটা আগে চাই 
তোদের মত ফ্রি খাওয়াদের চিনে রেখেছি 
ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
ছেলেঃ ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি 
মেয়েঃ খাঁটি গরুর দুধ বেচতে এনেছি 
====ধন্যবাদ====