মেয়েঃ জানিনা কেন আমি
তোমাকে ভালোবাসি
জানিনা কি কারনে
তোমারি কাছে আসি
শুধু গো জানি ও...ও...
দিয়েছি লিখে এ জীবন
আমি তোমার নামে
ছেলেঃ জানিনা কেন আমি
তোমাকে ভালোবাসি
জানিনা কি কারনে
তোমারি কাছে আসি
শুধু গো জানি ও..ও..
দিয়েছি লিখে এ জীবন
আমি তোমার নামে
ভালোবাসা সে তো গোলাপ কাটা
আছে কিছু সুখ আছে কিছু ব্যথা
ভালোবাসা সে তো গোলাপ কাটা
আছে কিছু সুখ আছে কিছু ব্যথা
মেয়েঃ ও..সেই ভালোবাসা মেনেছি আমি
কিছু সুখ আর কিছু ব্যথারই দামে
সুখ আর ব্যথারই দামে
ছেলেঃ জানিনা কেন আমি
তোমাকে ভালোবাসি
জানিনা কি কারনে
তোমারি কাছে আসি
মেয়েঃ শুধু গো জানি ও..ও..
দিয়েছি লিখে এ জীবন
আমি তোমার নামে
মেয়েঃ এতোটুকু জনমে নেই আর চাওয়া
তোমাকে পেয়ে হলো সবই যে পাওয়া
এতোটুকু জনমে নেই আর চাওয়া
তোমাকে পেয়ে হলো সবই যে পাওয়া
ছেলেঃ ও...এই জনমে আমি তোমাকে পেয়ে
স্বর্গের ছোঁয়া পাই তোমারি প্রেমে
স্বর্গ যে তোমারি প্রেমে
মেয়েঃ জানিনা কেন আমি
তোমাকে ভালোবাসি
জানিনা কি কারনে
তোমারি কাছে আসি
ছেলেঃ শুধু গো জানি ও...ও...
দিয়েছি লিখে এ জীবন
আমি তোমার নামে
দিয়েছি লিখে এ জীবন
মেয়েঃ আমি তোমার নামে
দিয়েছি লিখে এ জীবন
ছেলেঃ আমি তোমার নামে