মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে..
মানুষ এমন ও আছে
কইলজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে
যার জন্য করবায় চুরি তোমায়
চোর বানাইবে..
ওরে..যার জন্য করবায় চুরি তোমায়
চোর বানাইবে
মানুষ এমন ও আছে
কইলজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে
মানুষ এমন ও আছে
কইলজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে
যারে তুমি বিশ্বাস কইরা
বুকে দিলা ঠাঁই
নিজে না খাইয়া তুমি
যারে খাওয়াইলায়
দেখবা তুমি বুকে জড়াইয়া পিঠে
ছুরি বসাইছে ওরে..
দেখবা তুমি বুকে জড়াইয়া পিঠে
ছুরি বসাইছে
মানুষ এমন ও আছে
কইলজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে
মানুষ এমন ও আছে
কইলজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে
আশা দিবো সব দিবো তোমায়
আরো মিষ্টি কথা
তোমারে বুঝাইবো পরে তা
কত মমতায়
সুযোগ মত মাঝ দরিয়ায়
নাও ডুবাইবো
ওরে.. সুযোগ মত মাঝ দরিয়ায়
নাও ডুবাইবো
মানুষ এমন ও আছে
কইলজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে
মানুষ এমন ও আছে
কইলজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে
যার জন্য করবায় চুরি তোমায়
চোর বানাইবে
ওরে..যার জন্য করবায় চুরি তোমায়
চোর বানাইবে
মানুষ এমন ও আছে
কলিজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে
মানুষ এমন ও আছে
কলিজা ভুনা কইরাও দিলে কইবো
লবণ কম হইছে…