ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মিউজিক স্টুডিও
আপলোড
সাদিফুল
এই জনমে আমরা আছি আর জনমে থাকবো আবার
হৃদয় ভরে রেখে যাবো প্রানের ছোঁয়া এই ভালোবাসা
তুমি থাকবে আমার আমি থাকবো তোমার
তুমি থাকবে আমার আমি থাকবো তোমার
-------------------------------------
যুগে যুগে এই দুজনে জন্ম নেবো এই ভুবনে
আমরা যাতে নতুন করে এক হয়ে রই দুজনায়,
হৃদয় ভরে রেখে যাবো প্রানের ছোঁয়া এই ভালোবাসা
তুমি থাকবে আমার আমি থাকবো তোমার
তুমি থাকবে আমার আমি থাকবো তোমার
এই জনমে আমরা আছি আর জনমে থাকবো আবার
----------------------------------------
তুমি আমি আর ভালোবাসা হাসি গান আর আলো আশা
কখনো কোথায় কোনোদিনও শেষ হতে যে পারবেনা আর
হৃদয় ভরে রেখে যাবো প্রানের ছোঁয়া এই ভালবাসা
তুমি থাকবে আমার আমি থাকবো তোমার
তুমি থাকবে আমার আমি থাকবো তোমার
ধন্যবাদ