menu-iconlogo
huatong
huatong
avatar

আমি অপাড় হয়ে বসে আছি

লালন গীতিhuatong
pink_fery21huatong
Lyrics
Recordings
আমি অপাড় হয়ে... বসে আছি

ওহে দয়াময় ...।

পাড়ে লইয়ে যাও আমায়।।

আমি একা রইলাম ঘাটে

ভানুষে বসিল পাটে...

আমি তোমা বিনে

ঘোড় সংকটে...

না দেখি উপায়

পাড়ে লইয়ে যাও আমায়।।

নাই আমার ভজন সাধন

চিরদিন কুপথে গমন...

আমি নাম শুনেছি

পথিত পবন...

তাইতে দেই দোহাই

পাড়ে লইয়ে যাও আমায় ।।

অগতির না দিলে গতি

ঐ ণামে রবে অখ্যাতি

ফকির লালন কয়

ওকুলের পতি ...

কে বলবে তোমায়

পাড়ে লইয়ে যাও আমায় ।।

More From লালন গীতি

See alllogo

You May Like